হবিগঞ্জের চুনারুঘাটে পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে ২লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন। তখন পারভীন টাকা এনে দিতে রাজি না হওয়ায় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং তার ওপর শারীরিক নির্যাতন চালান। সর্বশেষ গত ১৮ জুলাই বিকেলে পারভীনের ওপর শারীরিক নির্যাতন চালান রয়েল মিয়া ।
পারভীন এ ঘটনা তার পিতাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে বিগত ৩ আগস্ট হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিকে বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।