এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

পানছড়িতে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশের অভিযানে একশত পঞ্চাশ পিস ইয়াবা সহ শাহনাজ বেগম(৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে পানছড়ি উপজেলাধীন উল্টাছড়ি ইউপির ০১নং ওয়ার্ড মোল্লাপাড়া থেকে তাকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তী- পানছড়ি উপজেলাধীন উল্টাছড়ি ইউপির ১নং ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী শাহানাজ বেগম।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ইউছুফ সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় অবরোধ ও পিকেটিং ডিউটি পরিচালনাকালীন সময়ে অভিযান চালিয়ে ১৫০ পিচ কমলা রংয়ের ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার সহ শাহনাজ বেগম(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর একটি লিখিত প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। যুব সমাজ রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img