ডোনাল্ডকে নিয়ে যা বললেন তাসকিন

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়। পেস বোলিং কোচ হিসেবে বেশ বড় একটা সময় টাইগারদের সঙ্গে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি বোলার। সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো।

 

তবে বিশ্বকাপটা সে অর্থে রাঙাতে পারেননি ডোনাল্ড শিষ্যরা। বিশ্বকাপে শনিবারের ম্যাচটাই ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের বাংলাদেশের কোচ হিসেবে শেষ ম্যাচ। অজিদের বিপক্ষে হারের পর মিক্স জোনে ডোনাল্ডকে নিয়ে তার শিষ্য তাসকিন আহমেদ মুখোমুখি হন গণমাধ্যমের।

এ সময় অনেক কথার ফাঁকে উঠে আসে ডোনাল্ড প্রসঙ্গটাও। বিদায়ী গুরুর জন্য শুভকামনাও জানালেন এই পেসার। শেষদিনে এসে ডোনাল্ডের প্রতি মুগ্ধতা ঝরলো তাসকিনের কণ্ঠে। তিনি বলেন, ‘সে অসাধারণভাবে আমাদের পেস বোলিং গ্রুপকে টেইক কেয়ার করতো।’

 

এরপর তিনি বলেন, ‘ভালো হোক বা খারাপ হোক, সবসময় পাশে থাকতো। মোটিভেট করতো আর ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি উনার সাথে কাজ করে। সে (ডোনাল্ড) চলে গেল, এটাই পেশাদার জীবন। সব কোচই দুই বছর, চার বছর পর চলে যাবে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা থাকল।’

 

এর আগে ডোনাল্ড পেসারদের নিয়ে বলেন, ‘তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনোই এখান থেকে নিজেকে ডিলিট করব না। কথা বলার জন্য, আলোচনার জন্য গ্রুপটা আমি সবসময় খোলা রাখব।’

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles