বাটলারকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষনা ইংল্যান্ডের

 

ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও জশ বাটলারকে অধিনায়ক রেখেই আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাটলারের নেতৃত্বে এবারের বিশ্বকাপে সপ্তম হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে মাত্র ৬ পয়েন্ট পায় ইংলিশরা।

বিশ্বকাপ দলে থাকা ছয় খেলোয়াড়কে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। বাটলারসহ অন্য পাঁচ খেলোয়াড় হলেন- হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। এদের মধ্যে কার্স ছাড়া সকলেই সফরে ফর্মেটের দলে আছেন। উভয় ফর্মেটের দলে আরও আছেন লেগ স্পিনার রেহান আহমেদ।

প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিশ, ওলি পোপ ও জন টার্নার। ১৫ সদস্যের ওয়ানডে দলে আরও আছেন টেস্ট ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট।

ওয়ানডে দলে সুযোগ না হলেও, টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে বিশ্বকাপ খেলা মঈন আলি, রিচ টপলি, ক্রিস ওকস ও আদিল রশিদকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানেড সিরিজে সুযোগ হয়নি বিশ্বকাপ খেলা বেন স্টোকস, জো রুট, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মার্ক উড ও ডেভিড উইলির। বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মালান। এদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উইলি।

আ্যান্টিগায় ৩ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই। একই ভেন্যুতে ৬ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। ৯ ডিসেম্বর বার্বাডোজে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বার্বাডোজে ১২ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর গ্রেনাডায় ১৪ এবং ১৬ ডিসেম্বর হবে পরের দু’টি টি-টোয়েন্টি। ত্রিনিদাদে ১৯ এবং ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল : জশ বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং ও জন টার্নার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : জশ বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles