দারাজ ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র অফার

 

দারাজ ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে ফ্যানদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। নির্দিষ্ট কিছু ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে ব্র্যান্ডটি। এই ক্যাম্পেইন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। যারা রিয়েলমি’র ডিভাইস কিনবেন বলে ভাবছিলেন তারা এই অফারটির সুযোগ নিতে পারেন।

 

সম্প্রতি উন্মোচিত ডিভাইসগুলোতে ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এর মধ্যে রিয়েলমি সি৫১ (৪ জিবি/৬৪ জিবি) পাওয়া যাচ্ছে ১২ হাজার ৮৯৯ টাকায় (খুচরা মূল্য: ১৩,৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি) ১৮ হাজার ৪৪৯ টাকায় (খুচরা মূল্য: ২০ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি) ২১ হাজার ৮৯৯ টাকায় (খুচরা মূল্য: ২৩ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি) ১৫ হাজার ৫৯৮ টাকায় (খুচরা মূল্য: ১৬ হাজার ৯৯৯ টাকা)।

 

এ ছাড়াও, বেশ কয়েকটি ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এর মধ্যে রিয়েলমি সি৩০ (২ জিবি/৩২ জিবি) পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৫ টাকায় (খুচরা মূল্য: ১০ হাজার ৯৯৯ টাকা), রিয়েলমি সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ১৫ হাজার ১৯৯ টাকায় (খুচরা মূল্য: ১৬,৪৯৯ টাকা), রিয়েলমি সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি) ১১ হাজার ৪৯৫ টাকায় (খুচরা মূল্য: ১২ হাজার ৪৯৯ টাকা) এবং রিয়েলমি ৯ প্রো+ (৮ জিবি/১২৮ জিবি) ৩৩ হাজার ৭৮১ টাকায় (খুচরা মূল্য: ৩৬ হাজার ৯৯৯ টাকা)।

 

তরুণ ও প্রযুক্তিপ্রেমি প্রজন্মের চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে রিয়েলমি। শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং ফর্ম ও ফাংশন দুই ক্ষেত্রেই যারা সেরাটি চাচ্ছেন, তাদের কাছে নিজেকে তুলে ধরতে নতুন ‘সিমপ্লি বেটার স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে ব্র্যান্ডটি। পাশাপাশি, তরুণ ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ছাড় নিয়ে আসা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464