আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নের ৬২৫ টি মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় প্রতিমন্ত্রীর নিজ বাস ভবনের সামনে সরকারী খাদ্য গুদাম চত্বরে প্রায় ১ হাজার ৫ শত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।