নালিতাবাড়ীতে কবরস্থান ও শ্বশানে অনুদানসহ ধান বীজ বিতরণে মতিয়া চৌধুরী এমপি

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থী, বিভিন্ন কবরস্থান ও শ্বশানে আর্থিক অনুদান সহ কৃষকদের বিনামুল্যে ধান বীজ বিতরণ করলেন জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

১২ নভেম্বর রবিবার সকালে নালিতাবাড়ী উপজেলার সকল মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক ও দাখিল মাদরাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধাক্রমানুসারে  প্রথম ষোল জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং তালিকাভূক্ত কবরস্থান সমূহের মাটি ভরাটের জন্য ও শ্বশানের জন্য ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।

নালিতাবাড়ীর মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইলিশায় রিছিল এর সভাপতিত্বে এসময়  ওসি এমদাদুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কবরস্থান ও শ্বশান পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৮০জনের প্রত্যেককে ১হাজর টাকা করে ৪৮লক্ষ ৪০হাজার টাকা এবং ৫৬টি কবরস্থান ও শ্বশানের বিপরীতে ঐচ্ছিক তহবিল থেকে ২লক্ষ ৮০হাজার টাকা সহ মোট ৫২ লক্ষ ৬২হাজার টাকা অনুদান এবং ৫১০০জন কৃষকের মাঝে  ২কেজি করে বিনামুল্যে বোর ধান বীজ প্রদান করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles