প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা বাগেরহাটবাসী খুলনায় যাবো – শেখ তন্ময় এমপি

 

আগামীকাল সোমবার (১৩ নভেম্বর)  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় স্মরনকালের সর্ববৃহৎ জনসভাকে ঘিরে বাগেরহাটে নেতাকর্মী, সমর্থক ও সাধারন জনগনের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর জনসভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে বাগেরহাট থেকে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক লোক নিয়ে উপস্থিত হওয়ার আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য শেখ তন্ময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ নেতাকর্মী সমর্থকেরা এক নজর তাদের প্রিয় নেত্রীকে দেখতে দলে দলে সমাবেশ স্হলে উপস্হিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে প্রস্তুত বাগেরহাটবাসী।

দেশের বর্তমান রাজনৈতিক অস্হিরতার মধ্যে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসভায় যোগ দিতে খুলনায় আসছেন। ইতোমধ্যে প্রস্তুতির ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে খুলনার মতোই সাজ সাজ রবে সেজেছে পার্শ্ববর্তী বাগেরহাট জেলাও। ব্যানার ফেষ্টুন, তোরন, বিলবোর্ডে ছেয়ে গেছে বাগেরহাটের সড়ক, মহাসড়কগুলি।
প্রধানমন্ত্রী, বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালউদ্দিন, দৌহিত্র শেখ তন্ময়ের পোট্রেট এ ছেয়ে গেছে সড়ক ও সড়ক দ্বীপগুলো। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

ইতোমধ্যে জেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করেছে।গত ১০ নভেম্বর বিকেলে বাগেরহাট সার্কিট হাউজে সমন্বয় সভা করেছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন,২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সহ বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ১১ নভেম্বর শনিবার বিকেলে বাগেরহাট থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ছাড়াও ব্যাপক সংখ্যক লোকের উপস্হিতি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন সংসদ সদস্য শেখ তন্ময়।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ এর পক্ষ থেকে সহস্রাধিক স্বেচ্ছাসেবক কর্মী  স্মরনকালের এই সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আঃ বাকী জানান প্রতিটি নেতা কর্মীকে সমাবেশ স্হলে পৌঁছে দিতে ব্যাপক সংখ্যক বাস,মিনিবাস,ট্রাক প্রস্তুত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই জনসভা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করবে এমনটাই প্রত্যাশা সকলের।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles