আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানকে জীবন-যাপন করার আহ্বান জানান। অন্যান্য ধর্মাবলিদেরও নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন-সুখী ও কল্যাণময় করা সম্ভব। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। নবী মুহাম্মদ (সাঃ)-কে সারাবিশ্বের রাহমাতাল্লিল আলামিন হিসেবে আল্লাহ তায়ালা প্রেরণ করেন। তিনি শুধু মুসলমানের নবী না, বরং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সারা জাহানের রহমত হিসেবে তাকে প্রেরণ করা হয়। তিনি বলেন, প্রত্যেকের জীবনকে সুখী, সমৃদ্ধ, আনন্দময় ও শান্তিময় করার জন্যে নিজ নিজ ধর্ম পালন করা উচিত।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর শনিবার বিকেলে ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি শাহ্ সুফী আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের নির্দেশনাসমূহ মেনে চলার মাধ্যমে আমরা সুখী, সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারি। রাজনীতি ও সরকার পরিচালনাসহ জীবন এবং জীবিকা সম্পর্কিত সকল বিষয়াদি ইসলাম ধর্মে বিষয়দভাবে বর্ণনা করা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান ও সুফিগণ সর্বদা সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে। তিনি আরো বলেন, ইসলাম সবচেয়ে বেশি মানবিক ধর্ম। সকল মানুষের মানবাধিকার সুনিশ্চিত করতে ইসলামি বিধানসমূহ মেনে চলা উচিত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বকশী বাজারস্থ খানকাহ্ ফকির জহুর আল কাদরী এর গদ্দীনশীল পীর শাহ সাঈদ আনোয়ার মোবারকী আল কাদ্বরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালপুরী দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব জয়নাল আবেদীন মাঝি, সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মহিউদ্দিন চিশতী নিজামী প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও সংগঠনের সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles