ফেনীর ছাগলনাইয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মোহনা টেলিভিশন লিমিটেড এর ১৪তম জন্মদিন পালন করা হয়েছে।
এই উপলক্ষে মোহনা টিভি দর্শক ফোরাম ১১নভেম্বর শনিবার বিকেলে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।
র্যালি শেষে পৌর শহরের বাসার সিটিতে নিজ কার্যালয়ে মোহনা টিভির ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম প্রতিনিধি এম.নিজাম উদ্দিন মজুমদার সজিব এর সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী, ছাগলনাইয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক আক্তার হোসেন।
বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, জাহাঙ্গীর কবির লিটন, নজরুল ইসলাম চৌধুরী ও এনায়েত উল্লাহ সোহেল, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ শহিদ উল্লাহ, ব্যবসায়ী আবদুল কাদের মিয়াজী, বন কর্মকর্তা (অবঃ) মোঃ সাদেক ও ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শান্তির বাজার শাখার পরিচালক দ্বীন মোহাম্মদ মজনু।
এসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।