শোভযাত্রা, আনন্দ মিছিল ও যুব সমাবেশ সহ জমকালো আয়োজনে নাটোরের সিংড়ায় আওয়ামী যু্বলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ এলাকায় এসে শেষ হয়। এখানে যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারন সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জনি হাসান লাবু, সাধারন সম্পাদক মোঃ রাশেদ-উল হক, ১২ টি ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি,সম্পাদক সহ তৃণমুল যুবলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের গৌরবময় একটি সংগঠন। এই সংগঠনটি অগ্নি সন্ত্রাস বিএনপি জামাতের যে কোন পরিস্থিত মোকাবেলা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ।