সুবিধাভোগীদের নিয়ে পঞ্চগড়ে মতবিনিময় সভা

 

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সরকারের জনকল্যাণমুখী সামাজিক সুরক্ষায় আওতাধীন সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১১ নভেম্বর ) দুপুরে বোদা পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যলয়ে চত্বরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বোদা পৌরসভার মেয়র আজাদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি এবং অন্যান্নদের মধ্যে বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেসার রহমান জিল্লুর, লক্ষী রানী বর্মন ও বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা সহ সকল পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,সরকারের বিভিন্ন জনকল্যাণ মুখী উন্নয়ন মূলক কর্মকান্ড উপকার ভোগীেদের মাঝে তুলে ধরেন। তাই গ্রামীণ উন্নয়ন ও জনকল্যাণ মুখী ধাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আওয়ামীলীগ সরকারের পাশে থেকে নৌকা মার্কার পক্ষে ভোট দেয়ার আহব্বান জানান। এসময় বোদা পৌরসভায় ৩৩৫৫ জন সুবিধাবীভোগী উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles