এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

নারায়ণগঞ্জে ফেন্সিডিলসহ চালক হেলপার ও গাড়ি আটক

নারায়ণগঞ্জে গোপন সংবাদর ভিত্তিত র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১০ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ৪৭৩ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান জব্দ ।

গ্রেফতারকত মাদক ব্যবসায়ীদ্বয় হলাঃ ১। কাভার্ডভ্যান চালক মনির হাসন (২৭), পিতা-নুরর জামান, মাতা-রজিয়া খাতুন, গ্রাম : চর সকাদর, পাঃ- নুরীয়া মাদ্রাসা, থানা-রামগতী, জলা-লক্ষীপুর ও ২।কাভার্ডভ্যানর হলপার মাে: রবিউল হক (৪৩), , পিতা-আবদুল আজিজ, মাতা-কমলা বগম, সাং-রামাশ্বপুর (ভঁইয়াপাড়া), পাঃ চাপরাশির হাট, থানা-কবির হাট, জলা-নায়াখালী।
এসময় মাদক পরিবহণ কাজ ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজাশে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা জেলা থেকে আনেন পরে ঢাকা’সহ দেশে বিভিন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে। আজ সকালে এক চিঠিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, এ এসপি সনদ বড়ুয়া।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img