ফেনীর ছাগলনাইয়ায় ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ তিন নাশকতাকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব-৭।
গত বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া থানাধীন সরকারী কলেজের সামনে দুস্কৃতিকারীরা জনমনে আতংক ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বাঁশের খন্ডিত অংশ দিয়ে বিশেষভাবে তৈরি অগ্নি মশাল হাতে নিয়ে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুস্কৃতিকারীরা আক্রমনাত্মক হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ রাস্তায় চলাচলরত কয়েটি সিএনজি ভাংচুর করে। এসময় দুস্কৃতিকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি চার্জ করার জন্য উদ্যত হলে দুস্কৃতিকারীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। দাঙ্গাকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইজন সদস্য গুরতর আহত হয়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি অবিস্ফোরিত ককটেল, ০১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, বাঁশের খন্ড দ্বারা বিশেষভাবে তৈরি ০৯টি অগ্নি মশাল এবং বিপুল পরিমাণ ইটের টুকরো উদ্ধার করে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামাদের আসামি করে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে ব্যাপক নজরদারিতে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ফেনীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামি মোঃ আলমগীর হোসেন (৪২), মোঃ আজিজুল হক @ ছিড়া আজিজ (৩৮) ও মোঃ আলাউদ্দিন (৫২) দেরকে গ্রেফতার করে।
পরবর্তীতে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা করে বলে স্বীকার করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যুবদলের সদস্য, আজিজুল হক @ছিড়া আজিজ ছাগলনাইয়া উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং মোঃ আলাউদ্দিন, ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা যায়।
সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৭ টি মামলার পাওয়া যায়। এছাড়াও আসাসি মোঃ আজিজুল হক @ ছিড়া আজিজ এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় নাশকতা এবং হত্যাচেষ্টাসহ ০২টি মামলা তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের ভিত্তিতে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।