যশোরের বেনাপোলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড়, শিবনাথপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- বেনাপোল শিবনাথপুর গ্রামের মুনছুর আলীর স্ত্রী খালেশা খাতুন, ভবারবেড় গ্রামের মৃত বজলার রহমানের বড় ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও ছোট ছেলে গোলাম মোর্তজা (৩৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পৃথক অভিযান চালিয়ে তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।