নারায়ণগঞ্জে বিএনপির সদস্য সচিব টিপু’ রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্ৰেপ্তার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে আসামিদের হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি মো. আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্ৰেপ্তার মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপুর ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য: বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন গত বুধবার সকালে মিছিল বের করাকালে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করা চেস্টা করে। ওই সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে টেনে হিজরে নিয়ে যায়। এ সময় মিছিলের আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেপ্তার হয়নি। পরে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য ডা. মজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

পরে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা মডেল থানার বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আরও ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles