এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

টাইমড আউট’ ইস্যুতে সাকিবের পাশে গল টাইটান্স

 

ওয়ানডে বিশ্বকাপে ‘টাইমড আউট’ ইস্যুতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি গল টাইটান্স। এলপিএলে খেলতে শ্রীলংকায় গেলে এই অলরাউন্ডারকে সাদরে গ্রহণ করা হবে বলে জানিয়েছে গল টাইটান্স।

সাকিবকে উদ্দেশ্য করে ‘টাইমড আউট’ হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজের ভাই ট্রেভিন ম্যাথুজের হুমকিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন বিবৃতি দিয়েছে গল।

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হন ম্যাথুজ। ঐ ম্যাচে ম্যাথুজের আউটের আবেদন প্রত্যাহার করে নেননি সাকিব।

ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় শ্রীলংকার।

স্থানীয় ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেভিন বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের মধ্যে কোন স্পোর্টসম্যান স্পিরিট নেই এবং ভদ্রলোকের খেলায় মানবিকতা দেখাননি তিনি।’

তিনি আরও বলেন, ‘শ্রীলংকায় আমন্ত্রণ জানানো হবে না সাকিবকে। সে যদি আন্তর্জাতিক বা এলপিএলের ম্যাচ খেলতে এখানে আসে তাহলে তাকে পাথর মারা হবে বা ভক্তদের বিদ্রুপের মুখে পড়বেন তিনি।’

ফেসবুক পেইজে এক বিবৃতিতে গল টাইটান্স জানিয়েছে, একক ব্যক্তির বক্তব্য পুরো জাতির মতামত হতে পারে না।

গত মৌসুমে সাকিবকে দলে নেওয়া গল টাইটান্স বলেছে, ‘দয়া করে মনে রাখবেন, একজন ব্যক্তির একটি কথা কখনওই পুরো দেশের সবার মন্তব্যের প্রতিচ্ছবি হতে পারে না।’

তারা আরও বলেন, ‘একইভাবে, শ্রীলংকানরা কখনওই এমন ব্যবহার করবে না। আমাদের দেশের ভক্তরা যেকোন সময়, যেকোন দেশের ক্রিকেটারকে যথার্থ সম্মান দিয়ে স্বাগত জানায়।’

ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি শ্রীলংকার খেলোয়াড়রা। পরবর্তীতে সংবাদ সম্মেলনেও ম্যাচ সেরা সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করেন ম্যাথুজ। তিনি বলেছিলেন, ‘এই ঘটনার পর সাকিব এবং বাংলাদেশের প্রতি তার কোন সম্মান নেই।’

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img