পাকস্থলিতে করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের লেদী রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের মোহাম্মদ বশিরের ছেলে দীন মোহাম্মদ সাগর (১৯), মোহাম্মদ রফিকের স্ত্রী সঞ্চিতা বেগম (২৫) ও গোদারবিল গ্রামের সাদেক হোসেনের স্ত্রী খালেদা বেগম (২৭)।
পুলিশ সুপার জাকির হাসান জানান, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তদারকির সময় আটককৃত তিনজনকে সন্দেহ হলে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয় চেকপোস্টের পুলিশ। গাড়িটি পাশকাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে পরে পুলিশ ধাওয়া করে গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে। এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞেসাবাদে তারা ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে এবং পরবর্তীতে তিনজনকে এক্স-রে করে ইয়াবা বহনের সত্যতা পেয়ে পায়ু পথে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়।