ঝিনাইগাতীতে লটারির মাধ্যমে হেরিংবন কাজের ঠিকাদার নির্ধারণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়ার পাতার মোড় পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ী পঞ্চগ্রাম পূজা মন্ডবের রাস্তা নিতাই কোচের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা হেরিংবন এর জন্যে লটারির মাধ্যমে কাজের ঠিকাদার নির্ধারণ করা হয়। ৯নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সুত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৫% ল্যাসে ৭০ লক্ষ ৭২হাজার টাকা ব্যয়ে উক্ত রাস্তাটি হেরিংবনের জন্যে দরপত্র আহবান করা হয়। উক্ত আহবানে জেলার ৫উপজেলা থেকে মোট ২১৫টি দরপত্র জমা হয়। প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত না থাকায় ৭৩ ও ২০৫ নং দরপত্র দুটি বাতিল করে ২১৩টি দরপত্রের লটারি হয়। উক্ত লটারিতে প্রথম হয়- ১৭৯ নং- মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজ, ভায়াডাঙ্গা, শ্রীবরদী, দ্বিতীয়- ১০২-মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ, শ্রীবরদী, তৃতীয়-১৮০- মেসার্স এমআর এন্টারপ্রাইজ, শেরপুর।

এসময় উপজেলা প্রকৌশলী শুভ বসাক, দরপত্র জমাকারি ঠিকাদারগন ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম উক্ত কাজ প্রাপ্ত ঠিকাদারকে কাজের গুণগতমান বজায় রেখে হেরিংবন সম্পন্ন করতে আহবান করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464