নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আযোজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মা ও অভিভাবক সমাবেশে অংশ গ্রহণ করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ আবু হাসনাতের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোঃ আফজাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ রিপা খাতুন, মোছাঃ সুমাইয়া খাতুন ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম আলী, মোঃ হামিদুল ইসলাম, মোঃ আব্দুল বারিক, মাওলানা মোঃ আবু সায়েম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি।
বক্তারা শিক্ষার্থীদের প্রতি আরো যত্নবান হওয়ার আহবান জানান এবং তাদের নিয়মিত স্কুলে আসা সহ পাঠদানে মনোযোগী হওয়ার জন্য মায়েদের প্রতি অনুরোধ করেন।