রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ই মার্চ ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাঘাইহাট হতে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ঘটনস্থালে ৭ ও চিকিৎসাধীন অবস্থায় ১ জনসহ ৮ জন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ৩৩ জন মানুষ।
দীর্ঘদিন ধরে নিহত ও আহতদের পরিবারের দাবীর মুখে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও নির্বাহী অফিসার রুমানা আক্তারের উদ্যোগে স্মৃতিস্তম্ভ টি নির্মিত হয়।
বুধবার (০৮ নভেম্বর) দুপুরে স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, আপন চাকমা, বিল্টু চাকমা, নির্বাচন অফিসার চৈতালী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।