সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শুরুতেই খাদ্যমন্ত্রীকে ফল দিয়ে শুভেচ্ছা জানান মধইল সূর্যমুখী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম মনির।

পরে ভবনের উদ্বোধন শেষে মধইল বালিকা উচ্চ বিদ্যালয় ও সূর্যমুখী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাদ্যমন্ত্রী।

এসময় সূর্যমুখী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেনির রাবিয়া বুশরি, আতিয়া জান্নাত,বেবি শ্রেনির আতিকা জান্নাত,১ম শ্রেনির মাইশা ইসলাম, ২য় শ্রেনির নুর হোসাইন, তৃতীয় শ্রেনির ফারিয়া, ৪র্থ শ্রেনির সুমন আলী, ৫ ম শ্রিনর ফিহা জাহান মোট আট জনের হাতে কৃতি শিক্ষার্থী সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক, সহ প্রধান শিক্ষক এবাদুর রহমান, সূর্যমুখী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক মনিরুল ইসলাম মনির, সহকারী শিক্ষক ফাহাদ ফরহাদ প্রমূখ।

এসময় প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে শিক্ষার অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles