প্রথমবার আইটেম গানে তনামি

এ প্রজন্মের অভিনেত্রী তনামি হক। চলচ্চিত্রে কাজ করছেন তিনি। পাশাপাশি কাজ করেন ছোট পর্দাতেও। আসছে ১০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তনামি অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন তনামি।

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।

এ প্রসঙ্গে তনামি বলেন, সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। সে গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’র গল্পটি ভালো। আশা করছি, সিনেমাটি সবার পছন্দ হবে।

এদিকে, তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles