কিশোরগঞ্জে ভৈরব থানার একটি মামলায় পৌর বিএনপি এবং উপজেলা যুবদলের ৫ নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (৭ নভেম্বর) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ২ এর বিচারক কিশোর দত্ত এর আদালত রিমান্ড মঞ্জুর করে উক্ত আদেশ প্রদান করেছেন।
জানা যায় গত ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এসআই ( নিরস্ত্র) মো: আলমগীর ভৈরব থানার মামলা নং ১(১১)২৩, জিআর নং ৫০৮/২৩ এ ভৈরব পৌর বিএনপির সভাপতি, পৌরসভার সাবেক মেয়র হাজী শাহিন মিয়া, পৌর বিএনপির সহসভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন এই ৫ বিএনপি নেতাকে সিলেটের একটি বাসা থেকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
বিজ্ঞ আদালত আসামিদের রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার(৭ নভেম্বর) দিন ধার্য্য করেন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন সিএসআই আব্বাসউদ্দীন এবং আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো: মিজানুর রহমান আসামিদের জামিনের আবেদন করে শুনানিতে অংশ গ্রহণ করন।এ সময় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন,আইনজীবী ফোরামের সভাপতি মোঃ জালাল উদ্দীন, এডভোকেট ফয়জুল করিম মুবিন,এডভোকেট মোঃ শাহ আলম প্রমুখ বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।