হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাজাহানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী বন্যা আক্তারের হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা।
৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় শাজাহান উচ্চ বিদ্যালয় হতে তেলিয়াপাড়া বাজার ইউনিয়ন পরিষদ মাঠ পর্যন্ত মানব বন্ধনটি পায়ে হেটে প্রদক্ষিণ করা হয়।
জানা যায় মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমার সানু মিয়ার মেয়ে বন্যা আক্তার (১৬) একই ইউনিয়নের কামরুল ইসলাম শাজানের পুত্র তানিমের সাথে বিগত ৪/৫ মাস পূর্বে একে অন্যকে ভালবেসে কোর্ট এভিডেভিড এর মাধ্যমে বিয়ে হয়।
গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১ ঘটিকায় তানিমের বড় ভাই তায়েব মিয়া বন্যার বাড়ীতে কল দিয়ে জানায় বন্যা আত্ব হত্যা করেছে। বন্যার পরিবার মাধবপুর হাসপাতালে গিয়ে বন্যাকে মৃত অবস্থায় দেখতে পায়। বন্যাকে তার স্বামী তানিম ও তার পরিবার মানসিক নির্যাতন করে আত্বহত্যা করতে বাধ্য করেছে বলে মামলায় উল্লেখ করেন বন্যার পরিবার। বন্যার অকাল মৃত্যুতে শাজাহানপুর উচ্চ বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।