ওয়ানডে বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ওয়ানডেতে অসিদের বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি আফগানরা। বিশ্বকাপ মঞ্চেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়খড়া কাটাতে চায় আফগানিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তিন ম্যাচেই জিতেছে অসিরা। বিশ্বকাপের মঞ্চে দু’বার দেখা হয়েছে দু’দলের, দু’বারই জিতেছে অস্ট্রেলিয়া।
২০১৫ সালের বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানের বড় ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ব্রিস্টলে আফগানদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় অসিরা।
২০১২ সালে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। শারজাহতে ঐ ম্যাচে ৬৬ রানে জিতেছিলো অসিরা।
ওয়ানডেতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান লড়াইয়ের পরিসংখ্যান :
২৫-০৮-২০১২ : অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী, শারজাহ
০৪-০৩-২০১৫: অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী, পার্থ
০১-০৬-২০১৯: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী, ব্রিস্টল
সব মিলিয়ে ওয়ানডেতে ৩বার অস্ট্রেলিয়া-আফগানিস্তান মুখোমুখি হয়েছে :
অস্ট্রেলিয়ার জয় : ৩ ম্যাচে
আফগানিস্তানের জয় : ০ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ০