বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ হলেন শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
চলমান ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ‘টাইমড আউট’ হন ম্যাথুজ।
দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকার ইনিংসের ২৫তম ওভারে ‘টাইমড আউটের’ ঘটনাটি ঘটে।
২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমার আউটের পর ক্রিজে আসেন ম্যাথুজ। ক্রিজে গিয়ে নিজের হেলমেট ঠিক করতে গিয়ে, সেটির ফিতা ছিড়ে যায়। এরপর নতুন হেলমেটের জন্য অপেক্ষা করতে থাকেন ম্যাথুজ। এরমধ্যে নতুন হেলমেট নিয়ে দ্বাদশ খেলোয়াড় মাঠে প্রবেশ করলেও, সেটিও ফিরিয়ে দেন তিনি।
এরইমধ্যে ৩ মিনিটের বেশি সময় অতিবাহিত হলে ম্যাথুজের বিপক্ষে ‘টাইমড আউটের’ আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাতে সাড়া দেন নন স্ট্রাইকে থাকা অন-ফিল্ড আম্পায়ার দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।
বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, কোন ব্যাটার আউটের পর নতুন বাটারের ২ মিনিটের মধ্যে বল মোকাবেলা করতে হবে। কিন্তু সেটি করতে ব্যর্থ হওয়ায় বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টাইমড আউটের শিকার হন ম্যাথুজ।
এমসিসির আইনের ৪০.১.১ ধারায় বলা আছে, ‘একজন ব্যাটার আউট বা অবসর নেওয়ার পর নতুন যে ব্যাটার ক্রিজে আসবে, তাকে বা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বল মোকাবেলা করতে হবে। নির্দিষ্ট সময় পার হলে, নতুন ব্যাটার টাইমড আউট হবেন।’
ম্যাথুজের এমন আউটকে মানতে পারছেন সাবেক ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষে থাকা পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস বলেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন লিখেছেন, ‘এটা ভালো কোন ঘটনা হলো না।’