নাটোরের সিংড়ার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব ভবন উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
জানা যায়, ২ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে শালমারা-ধামাইচ ইসলামিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে ডাহিয়া পিজিডি উচ্চ বিদ্যালয়, ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে সাঁতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে বিয়াশ টেকনিক্যাল স্কুল, ৮৫ লক্ষ টাকা ব্যয়ে বিয়াশ উচ্চ বিদ্যালয় এবং ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে বনকুড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এছাড়া ২ কোটি টাকা ব্যয়ে তাজপুর সাব মার্সিবল রাস্তা ও ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে মাগুরা সাব মার্সিবল রাস্তার উদ্বোধনও করেন পলক।
এর আগে সকাল সাড়ে ৯টায় সিংড়া-বারুহাস-তাড়াশ ডুবন্ত সড়কের তাজপুরে সাবেক সংসদ সদস্য আশরাফুল ইসলামের ম্যুরালের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ইউনিয়ন আ’লীগের সভাপতি এম এম আবুল কালাম প্রমুখ।