ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম বাগেরহাটের কচুয়ার রঘুদত্তকাঠি এলাকার শাহিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ নভেম্বর) ১০টার দিকে রাকিবুল ইসলাম বাগেরহাট থেকে মোটরসাইকেল করে মোংলার দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত রাকিবুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন বলে তিনি জানান। ##

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles