সিংড়ার ডাহিয়ায় সুবিধাভোগীদের সাথে প্রতিমন্ত্রী পলকের মতবিনিময়

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ ৬ হাজার ৩ শত সুবিধাভোগী এবং ৩ হাজার ৩৮ জন উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিয়াশ স্কুল মাঠে এ মতবিনিময় করেন তিনি।
এসময় ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুদ্দোজা বকুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম হাবিব দুলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারন সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি সজীব ইসলাম জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ৪নং ওর্য়াডের ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক জুলহাজ কায়েম, ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজের বা পরিবারের বোঝা না হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী সুরক্ষা আই প্রণয়ন করেছেন,তাদের ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়া বয়স্ক বাবা মা ও বিধবাদের ভাতার ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, চলনবিলের দুর্গম এই ডাহিয়ার বিয়াশ এলাকায় এক সময় সন্ত্রাসীদের আস্তানা ছিল। দিনের বেলায় সন্ত্রাসীরা এখানে মিটিং করতো। মানুষ আতংকে থাকতো কখন কি ঘটে। সিংড়া-বারুহাস রাস্তা পাকা করনের ফলে এই এলাকা উন্নত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। মানুষ এখন সুখে জীবন যাপন করছেন।

আর এই সব কিছুই সম্ভব হয়েছে গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর। তাই আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকাকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশের উন্নয়নে সহযোগিতা করবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles