বাবার খুনিদের বিচার চেয়ে রংপুরে সংবাদ সম্মেলন

পুলিশের বিরুদ্ধে মামলার এজাহার পরিবর্তন করতে বাধ্য করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খুনের শিকার এক কৃষকের এইচএসসি পড়ুয়া সন্তান।

আজ সোমবার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন পীরগাছার দেউতি এলাকায় খুন হওয়া কৃষক আবু তাহেরের পুত্র রাসেল মিয়া।  এসময় রাসেলের ছোট বোন তাম্মিম আকতার, নানী তাহেরা বেগম, নানা, চাচা ও মামারা উপস্থিত ছিলেন।
রাসেলের অভিযোগ, তার পিতা ঘটনার সময় মামা মানিকের বাড়িতে দাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাতে হট্রগোলের খবর পেয়ে ঘুম ভেঙ্গে যায়। তখন স্থানীয় যুবলীগ নেতা লিটনের নেতৃত্বে তার পিতাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু থানায় যুবলীগ নেতা  লিটন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির ভাই তৈয়বের নামসহ এজাহার দিলে তা গ্রহনে করেনি ‍পুলিশ। পরে পুলিশ বাধ্য করে এজাহার পরিবর্তন করে মামলা দিতে।
রাসেল ও তার পরিবারের অভিযোগ ঘটনার দিন ২ জনকে গ্রেফতার করা হলেও বাকিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না। বরং আসামীরা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে বিএনপি-জামায়াতের মামলায় নাম দিয়ে জেলের ভাত খাওয়ানোরর হুমকি দিচ্ছে। এতে নিরাপত্বাহীনতায় ভুগছি আমরা।

১৬ অক্টোবর মধ্যরাতে দেউতি বাজার এলাকায় মানিকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্বরা। এসময় তাদের ছুরিকাঘাতে খুন হন দাওয়াত খেতে আসা মানিকের বোনজামাই আবু তাহের।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles