ছাত্র জীবনে বঙ্গবন্ধু মেধাবী সাংবাদিক ছিলেন -পলক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবনে একজন সক্রিয়, সাহসী এবং মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি সারা জীবন সংবাদপত্র ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করেছেন এবং স্বাধীনতার পর সংবিধানে বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন।

উপরোক্ত কথা গুলো বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৯ টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত আধুনিক নিরাপদ তারুণ্যময় এবং সমৃদ্ধ সিংড়া বিনিমার্ণে করণীয় শীর্ষক জেলা ও উপজেলা পর্যায়ে ১৮১ জন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকগুলো সংবাদমাধ্যম, বেসরকারী খাতকে উৎসাহিত করেছেন। আজকে ট্র্যাডিশনাল মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়া যুক্ত হয়েছে যেখানে নিবন্ধনের বাইরেও অনেকেই কাজ করছে, যেটা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ২০০৮ সালের নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলেছিলেন। তারপর আমরা দেখেছি কীভাবে একটি স্বল্পোন্নত, পিছিয়ে পড়া দেশকে একটি মধ্যম আয়ের, মর্যাদাশীল, ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উচ্চ আয়ের, সমৃদ্ধশালী, প্রগতিশীল, সৃজনশীল, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার রূপকল্প গ্রহণ করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নত আধুনিক নিরাপদ সিংড়া গড়ে তোলার লক্ষ্যে আমি ২৭টি বিশেষ অঙ্গীকার করেছিলাম যেগুলোর ৮০-৯০ শতাংশ পূরণ করতে পেরেছি, এবং ১৫-২০ শতাংশ হয়তো পূরণ করতে পারিনি। আমার চেষ্টা থাকা সত্ত্বেও সামর্থ্যের সীমাবদ্ধতা, করোনা মহামারী, আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে আমি আমার ঐ ১৫-২০ শতাংশ অঙ্গীকার পূরণ করতে পারিনি। যেসব কাজ আমি সম্পন্ন করতে পারিনি সেগুলোও প্রক্রিয়াধীন রয়েছে, ইনশাআল্লাহ্‌ সেগুলোও বাস্তবায়িত করবো। নাটোরকে আমরা যেভাবে বাংলাদেশের বুকে তুলে ধরতে চাই, তার সকল উপাদান নাটোরবাসীর মাঝে আছে, নাটোরের মাঝে আছে। নাটোরকে আমাদের স্বপ্নের স্মার্ট নাটোর হিসেবে গড়ে তোলার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।

এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীমীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles