রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান দূর্বৃত্তের আকস্মিক হামলায় নিহত হয়েছে।

 

রোববার রাত ১২ টায় ঘটনা স্থল থেকে আঘাত হারুনকে আটক করেছে থানা পুলিশ। এদিকে, উত্তেজিত জনতা ঘাতক হারুন কে ঘটনা স্থল থেকে নিয়ে যেতে দিবে না বলে জানান।
এঘটনায় মিঠাপুকুর থানা পুলিশের সাথে ২ ঘন্টা পাল্টা পাল্টি তর্ক বিতর্ক হয়।

এর আগে রোববার(৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পায়রাবন্দ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পাশে দাড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে গলায় কোপ দেয়। তাৎক্ষণিক রাস্তার পাশে পড়ে যায় আহত চেয়ারম্যান।
বাজারে অবস্থানরত স্থানীয়রা ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও ঘাতক হারুনকে
আটক করে মিঠাপুকুর থানা পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউপি চেয়ারম্যান কে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে
চেয়ারম্যান নিহত হওয়ার খবরে স্থানীয়রা ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আশ্বাসে হামলাকারীকে আইনের হাতে তুলে দেন।
চেয়ারম্যানকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে হাজারও জনতা ।
এর আগে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।মিঠাপুকুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। আমাদের তদন্ত চলছে। আমরা এ সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করছি। তথ্য প্রমাণ পাওয়ার পরে বিস্তারিত জানাতে পারবো।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles