এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

শহীদ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স এর আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন

 

 

রবিবার (৫ নভেম্বর)  বিকালে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে রমনায় অবস্থিত শহীদ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স এর আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এ সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।

উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন, আমরা আজ শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স এর আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন কাজের মধ্যে ৯ টি টেনিস কোর্ট আধুনিকায়ন (ফ্লাড লাইটসহ), একটি জিমনেসিয়াম নির্মাণ, প্রধান গেট সংস্কার ও আধুনিকায়ন, নতুন গ্যালারি, আবাসিক সুবিধা, মিডিয়া সেন্টার তৈরিসহ অন্যান্য আধুনিকায়নের কাজ শেষ হয়েছে।
এছাড়া আমরা সারা দেশে প্রায় ৫০ কোটি ব্যয়ে ২৫ টি জেলায় ২৫ টি টেনিস গ্রাউন্ডের সংস্থার ও আধুনিকায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর মতো দীপ্তমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন। আর তাই, আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে স্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল এর নামে জাতীয় টেনিস কমপ্লেক্স নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করি।
তিনি যোগ করেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে চলছে। প্রকল্পটির ১ম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়। দ্বিতীয় পর্যায়ে গত অর্থ বছরে ১৬শত ৫০ কোটি টাকা ব্যয়ে আরো ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে তন্মোধ্য ২৫ টি স্টেডিয়ামের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। এছাড়া ৩য় পর্যায়ে আরো ১৭১টি স্টেডিয়াম নির্মাণের ডিপিপি প্রনয়ন পূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। অক্টোবর, ২০২৩ পর্যন্ত মোট ১৫০ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, মো: মোতাহার হোসেন (সাজু), নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুব মোর্শেদ শামীম ও মিসেস শিরিন আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img