বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ২০২৩ কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় বরগুনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে মহাসড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস্ এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে পুলিশ লাইনস্ এর সভা কক্ষে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা পুলিশ সুপার আবদুস সালাম এর সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোজাম্মেল হক রেজা ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস সঞ্চালিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা।

এসময় বক্তারা বলেন, বরগুনা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠবে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন স্বাধীনতার ৫২ বছর পরেও পুলিশ, সাংবাদিকে মারধর এবং বাস ট্রাক আগুন দিয়ে পোড়ানো, মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহ্সান মহারাজ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার, সহ জেলা পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং কমিউনিটি পুলিশং এর সকল সদস্যবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles