“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
এখানে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান প্রমুখ।
বক্তৃরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য পুলিশিং গঠন করা হয়েছে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন সংবাদ পাওয়া মাত্র পুলিশকে জানাবেন। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দেবেন।