“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক চত্বরে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ করা হয়েছে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার কাজি বাবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।