তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাদক-জঙ্গী ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে খেলা ধুলার বিকল্প নাই।
শনিবার (৪ নভেম্বর) সন্ধায় নাটোরের সিংড়ায় নিংইন মাঠে চলনবিল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শেরকোল ইউনিয়ন বনাম কলম ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন,‘সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন’ এই স্লোগান নিয়ে আমরা শুরু করেছিলাম চলনবিল ক্রীড়া উৎসব। যেখানে অন্তর্ভুক্ত ছিলো চলনবিল ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, নৌকাবাইচসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক খেলা। এইসব টুর্নামেন্টের মাধ্যমে আমাদের লক্ষ্য চলনবিলের তরুণ প্রজন্মকে নির্মল আনন্দ দানের পাশাপাশি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত আধুনিক-মানবিক সিংড়া গড়ে তোলা।
প্রতিমন্ত্রী পলক আরো বলেন, সুস্থ থাকার জন্য চাই নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলা। আমরা চাই আমাদের প্রতিটি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রায় সুস্থ সবল স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের চলনবিলের তরুণ-তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা চলনবিল স্মার্ট সিটি। যেখানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজ শেষ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শেষ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ শেষ নলেজ পার্কের নির্মাণকাজ চলছে।
এখানে আগামী পাঁচ থেকে দশ বছরে বিশ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা সিংড়ার মাটিতে আমরা করতে পারবো। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ্পাক যেনো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন। আমরা সিংড়ার উন্নয়ন এবং সুশাসনকে অব্যাহত রাখতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা এবং ভোট কামনা করছি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চলনবিল ফুটবল টুর্নামেন্টের সদস্য সচীব মোঃ রুহুল আমিন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লৎফুল হাবিব রুবেল, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈনুল হক চুনু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারন সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।