পুলিশ জনতা ঐক্যকরি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়।
৪ নভেম্বর শনিবার দুপুরে রাউজান থানা মিলনায়তনেএ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক নাহিদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
এসময় রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, উপপরিদর্শক শাহাদাত হোসেন, উপপরিদর্শক শেখ জাবেদ, সোলায়মান পাটুয়ারি, সুজন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তপন দে, আবদুল লতিফ, আবু ছালেক, ব্যবসায়ী জসিম উদ্দিনসহ পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।