“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়াল সভা কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উষা মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক ময়মুর সুলতানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ইবনে জামান ফয়জুল কবির।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায় সহ সমবায় সমিতির প্রতিনিধিগণ।
আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ১০ লক্ষ টাকার ঋনের চেক ও বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ১০ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।