গোঁড়ালির ইনজুরির কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে।
৩০ বছর বয়সী পান্ডিয়া পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাম গোঁড়ালিতে আঘাত পান। ধারনা করা হয়েছিল গ্রæপ পর্বের পরে হয়তোবা আবারো ফিরে আসতে পারবেন এই অল রাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত তার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পান্ডিয়ার ইনজুরির সুবাদে দলে সুযোগ পাওয়া পেসার মোহাম্মদ সামি রয়েছে দুর্দান্তে ফর্মে। ইতোমধ্যেই তিন ম্যাচে ৬.৭১ গড়ে সামি নিয়েছেন ১৪ উইকেট।
সাদা বলে মাত্র ১৯ ম্যাচ খেলা প্রসিধ কৃষ্ণাকে পান্ডিয়ার বদলী হিসেবে ১৫ জনের দলে ডাকা হয়েছে। যদিও জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও সামিকে নিয়ে সাজানো শক্তিশালী পেস আক্রমনের সাথে মূল দলে জায়গা খুঁজে পেতে ২৭ বছর বয়সী এই ফাস্ট মিডিয়াম বোলারকে বেশ লড়াই করতে হবে।
ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারত আগামীকাল রোববার কলকাতায় আরেক শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে।