সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩! ৪ নভেম্বর
শনিবার সকাল সাড়ে দশটায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তলন করেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা কান্তি ভূষন সেন গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আকবর হোসেন জিতু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব মহিদ আহমেদ চৌধুরী, ফারুক মাহমুদ, মিজানুর রহমান,কাজী মাহমুদুল হক সুজন, সহকারী পরিদর্শক শ্রীতিন্দ্র চন্দ্র দেব,মোঃ আসাদ আলী, মোঃ আব্দুল আলী প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার ১১২ টি সমবায় সমিতির প্রায় ৩ শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।