‘সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হররুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা সমবায় অফিসার খন্দকার সাজ্জাদ হোসেন, সোনার বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর সভাপতি মোঃ আউয়াল হোসেন, ডাহিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ খয়ের উদ্দিন, হিয়াতপুর বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, চালাপাড়া আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি রঘুনাথ এক্কা প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল গফুর।