৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ শার্শা উপজেলা শাখা।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আযমের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজিবর রহমান, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক কুরবান আলী, শার্শা উপজেলা মুক্তিযুদ্ধা মঞ্চের সভাপতি লুৎফর রহমান, বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান তনি সহ উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।