মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
শুক্রবার ( ৩ নভেম্বর ) দুপুরে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে লৌহজং উপজেলা প্রশাসন এর আয়োজনে পুঠিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে খেলাধুলার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিএনপির আমলে পরপর পাঁচ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা শুধু দুর্নীতি করেছে দেশের কোনো উন্নয়ন করে নাই। কিন্তু শেখ হাসিনা সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্হার অবকাঠামো উন্নয়নে বিপ্লব সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মুন্সিগঞ্জের প্রতিটি উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নাগরিক সুবিধাকে একেবারে তৃণমূলে পর্যায়ে নিয়ে যেতে পর্যায়ক্রমে জেলা উপজেলা ও ইউনিয়নেও স্টেডিয়াম নির্মাণ এর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশের যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লৌহজং সহ দেশের প্রতিটি উপজেলায় শেখ জামাল যুব প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়াও সরকার বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যায়ে আর্ন প্রজেক্ট চালু করেছে। যেটি মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলাতেও বাস্তবায়িত হবে।
এ সময়ে ভবিষ্যতেও মুন্সিগঞ্জ জেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আজ লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় রয়েছে। এ দুটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।