আগামীকাল ওয়ানডে বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সবক্ষেত্রে এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৫বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এরমধ্যে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। ৬০টিতে জয় আছে পাকিস্তানের। নিউজিল্যান্ডের জয় ৫১টিতে। ১টি ম্যাচ টাই এবং ৩টি পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপেও জয়ের ক্ষেত্রে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। ৯বারের মোকাবেলায় পাকিস্তান জিতেছে ৭টিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র ২টিতে। সর্বশেষ ২০১৯ সালে বিশ^কাপেও নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান।
এ বছরের এপ্রিলে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-পাকিস্তান। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিলো পাকরা।
ওয়ানডেতে নিউজিল্যান্ড-পাকিস্তানের সর্বশেষ দশ লড়াই :
১১-১১-২০১৮: পরিত্যক্ত, দুবাই
২৬-০৬-২০১৯: পাকিস্তান ৬ উইকেটে জয়ী, বার্মিংহাম
০৯-০১-২০২৩: পাকিস্তান ৬ উইকেটে জয়ী, করাচি
১১-০১-২০২৩: নিউজিল্যান্ড ৭৯ রানে জয়ী, করাচি
১৩-০১-২০২৩: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী, করাচি
২৭-০৪-২০২৩: পাকিস্তান ৫ উইকেটে জয়ী, রাওয়ালপিন্ডি
২৯-০৪-২০২৩: পাকিস্তান ৭ উইকেটে জয়ী, রাওয়ালপিন্ডি
০৩-০৫-২০২৩: পাকিস্তান ২৬ রানে জয়ী, করাচি
০৫-০৫-২০২৩: পাকিস্তান ১০২ রানে জয়ী, করাচি
০৭-০৫-২০২৩: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী, করাচি
সব মিলিয়ে ওয়ানডেতে ১১৫বার নিউজিল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হয়েছে :
পাকিস্তানের জয় : ৬০ ম্যাচে
নিউজিল্যান্ডের জয় : ৫১ ম্যাচে
টাই : ১ ম্যাচ
পরিত্যক্ত : ৩ ম্যাচ