রাজবাড়ীতে ও যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে) , সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল রানা, আরো অনেকয়ে.ই বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা খুনি মোস্তাকের নেতৃত্বে জাতিকে মেধা শুন্য করতে জাতিয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যা করে। ওই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবী জানান বক্তারা।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ ৪ নেতার প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড.শফিকুল হোসেন।