নাটোরের বাগাতিপাড়ায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা জিমনেসিয়াম হলরুমে জাতীয় ৪ নেতাকে স্মরণ করে ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল জানান,জাতীয় ৪ নেতার হত্যাকারীদের বিচারের রায় অতি দ্রুত কার্যকর করতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, অধ্যাপক ইউনুস আলী,দীপক কুমার কুন্ডু সহ আরো অনেকেই।
এছাড়াও সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা সহ কালো পতাকা উত্তোলন করা হয়,এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।