চট্টগ্রামের রাউজানে সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর মাতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীরসহধর্মীনিমরহুমা সাজেদা কবির চৌধুরীর ২১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

৩ নভেম্বর শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় বক্স আলী চৌধুরী বাড়ীস্থ মসজিদে খতমে কোরান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন আল কাদেরী

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, এ.বি.এম ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles