কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির কেদ্রীয়ক নেতা শরীফুল আলম সহ ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০০/ ১৬০০ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
তিনটি মামলার মধ্যে দুটি মামলাতে প্রধান আসামী করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমকে। এসব মামলার দুইটিতে এজাহারে ৪৩ জন করে অপর একটিতে ৪১ জনের নাম উল্লেখ করে ১৫০০/১৬০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে পৃথকভাবে এই তিনটি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার সকালে কুলিয়ারচর বিএনপি ও দলের অংগসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচী পালনের সময় ছয়সূতি বাসস্ট্যান্ডে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে কৃষক দলের নেতা বিল্লাল মিয়া ও যুবদল নেতা রেফায়েত উল্লাহ নিহত হয়।
সংঘর্ষে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে কুলিয়ারচর থানার এস আই(নিঃ) তারেক পারভেজ বাদী হয়ে দুইটি এবং এস আই(নি:) নূরে আলম বাদী হয়ে একটি মামলা করে। মামলায় সরকারি কর্তব্য পালনে বাধা এবং হত্যার উদ্দেশ্য দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালাইয়া সাধারণ ও গুরুতর জখম করা, যানবাহন ভাংচুর করিয়া ক্ষতি সাধন, বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটাইয়া আতংক সৃষ্টির অভিযোগ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের নেতৃত্বে কুলিয়ারচরের নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমন করে, রাস্তায় অবরোধ সৃষ্টি করে জনগনের জানমাল ক্ষতির চেষ্টা করে এবং রাস্তায় আগুন লাগিয়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করার অপরাধ করেন।